"দিন শেষে একজন গল্প করার মানুষ থাকা দরকার"
দিন শেষে একজন গল্প করার মানুষ থাকা দরকার,
যার কাছে নিজের একান্ত বলে কোন কিছু লুকাতে হবে না, বরং সব কিছু নিখুঁত ভাবে প্রকাশ করে অভয় পাবো হালকা হবার।
দিন শেষে একজন গল্প করার মানুষ থাকা দরকার,
প্রচন্ড মন খারাপে যে মজার মজার গল্প শুনিয়ে মন ভালো করার চেষ্টায় মেতে উঠবে, চোখের কোন ঘেঁষে জল বুকের উপর গড়িয়ে পড়ার আগেই হাত পেতে জলের ফোঁটাটা গ্রহণ করে বলবে-- আরে বোকা আমি তো আছি, কিছুই হয়নি মূল্যবান চোখের জল নষ্ট করার।
দিন শেষে একজন গল্প করার মানুষ থাকা দরকার,
কোনো কিছু নিয়ে যখন খুব ডিপ্রেশনে নিজেকে নিঃস্ব রিক্ত মনে হবে, দিশেহারা হয়েও কোনো পথ খুঁজে পাওয়া যাবে না, তখন সে ম্যাজিশিয়ান হবে ডিপ্রেশন কাটিয়ে তুলবার।
দিন শেষে একজন গল্প করার মানুষ থাকা দরকার,
যার কাছে বিনা সংকোচে নিজেকে খুচরো পয়সার মতো জমানো ও ভাঙ্গানো যায়, যার সাথে সুখ-দুঃখ কোনো কিছুই ভাগাভাগি করতে গিয়ে ভাবতে হবে না
দুইবার।
দিন শেষে একজন গল্প করার মানুষ থাকুক সবার
যে তার ভিতর-বাহির সবটাকে খুব ভালো করে
ক্ষমতা রাখবে বুঝবার।
লেখাঃ Amdadul Haque Milon