₪ ছেলেটি মেয়েটাকে অনেক ভালোবসতো [post no:-18]


ছেলেটি মেয়েটাকে অনেক ভালোবসতো কিন্তু কোনদিন বলার সাহস
পায়নাই কারন মেয়েটি আগ বাড়িয়ে ছেলেটিকে বলতো আমার বয়
ফ্রেন্ড আছে বা তার বয় ফ্রেন্ড সম্পর্কে অনেক কথাই বলতো।
একদিন মেয়েটি ছেলেটিকে ডাক দিয়ে বলল --

 মেয়ে : দোস্ত কালকে তো ভ্যালেন্টাইনস ডে কালকের জন্য কি
  প্লান করছিসস?

ছেলে : হ্যা অবশ্যই, কালকে ঘুমের বড়ি খেয়ে সারাদিন  ঘুমাবো...

মেয়ে : ঘুমাতে হবে না কালকে, আমার বয় ফ্রেন্ডের সাথে তোকে
পরিচয় করিয়ে দিব কালকে তোর অনেক কাজ আছে।

ছেলে : দোস্ত আমি কালকে বের হতে পারবোনা sry...

মেয়ে: তুই না বের হলে আমিও বের হবো না..।
আর আমি কালকে বের না হলে আমার বয় ফেন্ডের সাথে ব্রেকআপও
হয়ে যেতে পারে..
তুই কি চাস আমার ব্রেকআপ হোক.?

ছেলে : না তা চাইবো কেন? আচ্ছা যা যাব.
তবে একটা শর্তে..

মেয়ে :কি শর্ত?

ছেলে :তোরা যখন ঘুরবি তোদের সাথে আমি যেতে পারবোনা..

মেয়ে :ওকে..ওকে সমস্যা নানা।
তবে প্লিজ ঐ লাল পাঞ্জাবিটা পড়িস কিন্তু...
আচ্ছা আমি আসি...

ছেলে :আচ্ছা যা..
ছেলেটা অনেক দ্বিধার মধ্যে পড়ে গেল, যাবে নাকি যাবেনা
,মেয়েটার কথা ভাবলে যেতে মন চায়.. কারণ মেয়টাকে তো অনেক ভালোবাসে আবার মেয়েটার প্রতি ভালোসার কথা চিন্তা করলে মন চায় না যেতে. এগুলা ভাবতে ভাবতে অনেক একটা বড় রাত পার করে ছেলেটা...

পরের দিন মেয়েটার সাথে দেখা করার জন্য যায় ছেলেটা..
যাওয়ার পর মেয়েটা বলে..

মেয়ে : তোর আসার কথা কখন?

ছেলে : ওহ্!! ত্রিশ মিনিট আগে চলে আসছি? তাছাড়া তুই এত আগে
আসলি কেন?

মেয়ে : আমি জানি তুই আগে আসবি.. আর আমারে না দেখে তুই যদি
চলে যাস তাই আগে আসলাম..

ছেলে : আচ্ছা বাদ দে.. তোর বয় ফ্রেন্ড কই ওরে ডাক দে ..আমার
যেতে হবে কাজ আছে...

মেয়ে :ও ওই দিকে গেছে আসতেছে... তুই কালো T-shirt পড়ে
আসছিস কেন? লাল পাঞ্জাবি পড়সনাই কেন???

ছেলে :মন চায় নাই তাই পড়ি নাই.. আচ্ছা তোর হাতে এটা কি??

মেয়ে :গিফ্ট..

ছেলে :বয় ফেন্ড দিছে???

মেয়ে :আরে না আমি বয় ফ্রেন্ডরে দিব।

ছেলে :মানে কি..!! তোর বয় ফেন্ড তোরে কিছু দেয় নাই ??

মেয়ে :আসলে ও একটা হাদারাম, বোকা, ও এত কিছু বুঝে না... তবে
এই গিফ্ট টা ওরে দিলে.. সে আমাকে অনেক বড়ো একটা গিফ্ট দিবে
সেটা কি জানিস??

ছেলে :কি?

মেয়ে :"পাগলের মত ভালোবাসা"...

ছেলে :আচ্ছা দেখিতো এটাতে কি এমন আছে..

মেয়ে :এখন না এখন না।

ছেলে: আরে দেখিতো,

মেয়ে: দেখবি? তবে আমার একটা শর্ত আছে।

ছেলে :কি শর্ত?

মেয়ে:আমি চোখটা বন্ধ করার পরে খুলবি...

ছেলে: বুঝলাম না। এতে চোখ বন্ধ করার কি আছে?

মেয়ে: আমি যেটা বলতেছি সেটা কর.

ছেলেটা একটু ঠাট্রাছলে প্যাকেটটা খুলতেছে, খুলেই
ছেলেটা খুবই অভাক,
কারণ তিনটা ম্যাজিক্যাল ওয়ার্ড এর পাশে নিজের নামটা দেখে...
মেয়েটা কিন্তু ঐ সময় চোখটা বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল..
ছেলেটা কিছুক্ষণ মেয়েটার মুখটার দিকে তাকিয়ে মেয়েটার ঘালে
থাপ্পর দিয়ে বলে

ছেলে : আগে বললে একটা গোলাপ ও তো নিয়ে আসতাম...

মেয়ে : আমার কিছু লাগবেনা

ছেলে : আরেকটা থাপ্পর দিয়ে বলে আমার ভালোবাসাটা কে নিবে?

Popular posts from this blog

₪ সিনিয়র আপুর সাথে প্রেম [post no:-22]

হ্যাপি কাপল

বড় বোন থাকার ১৫টি মজার দিক

₪ বুদ্ধিমান মানুষ চেনার উপায় [post no:-16]

মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিলেন

অবহেলা

₪ ছোট বোনের থেকে টাকা ধার [post no:-27]

একটি মেয়ের গল্প

রিয়্যাক্টর কিং