₪ বুদ্ধিমান মানুষ চেনার উপায় [post no:-16]

                বুদ্ধিমান মানুষ চেনার উপায়



বুদ্ধিমান ব্যক্তির হৃদয় সাধারণত অত্যন্ত কোমল হয়ে থাকে। অনেক ক্ষেত্রে ছেলেমানুষি তাদের অন্য সবার থেকে আলাদা করে তোলে।


বুদ্ধিমান মানুষরা বিশ্বাস নয়, যুক্তি এবং তথ্যের ভিত্তিতে কথা বলেন।


কোনো বিষয় জানা না থাকলে ‘জানি না’-এ কথাটা বুদ্ধিমান ব্যক্তি সহজেই স্বীকার করে নেন। তারা অযথা পাণ্ডিত্য প্রদর্শনের চেষ্টা করেন না।


অন্যের প্রতি শ্রদ্ধা দেখানো বুদ্ধিমান মানুষের লক্ষণ।


বুদ্ধিমান ব্যক্তিরা নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন।


বুদ্ধিমান ব্যক্তিদের প্রশ্ন প্রতিটি মানুষকে ভাবিয়ে তুলবে।


বুদ্ধিমান ব্যক্তির মনে বেশি প্রশ্ন থাকে।

বুদ্ধিমান ব্যক্তিরা অনেক সময়েই ছিদ্রাণ্বেষী হয়ে থাকেন।

সাধারণত বুদ্ধিমান ব্যক্তিরা উদার হৃদয়ের হয়ে থাকেন।

বুদ্ধিমানরা কোনো না কোনো নেশায় আসক্ত থাকে। সেটা ছবি তোলা বা বই পড়ার নেশাও হতে পরে। এরা ব্যস্ত শপিং মলেও মোবাইল খুলেও প্রয়োজনীয় পড়াশোনা করতে পারেন।

গান-বাজনা শেখার প্রতি আগ্রহ দেখা যায় বুদ্ধিমানদের।

অপ্রয়োজনীয় কোন তথ্য বুদ্ধিমানরা মাথায় রাখতে চান না।

বুদ্ধিমানদের রাত জেগে থাকার অভ্যাস থাকে।

বুদ্ধিমান ব্যক্তিরা সাধারণত ইন্টারনেটের দুনিয়ায় ডুবে থাকেন।

বুদ্ধিমান ব্যক্তি সর্বদা বিভিন্ন বিষয়ে নিজের জ্ঞানবৃদ্ধির চেষ্টা করেন।

______________
(সংগ্রহীত) 

Popular posts from this blog

₪ সিনিয়র আপুর সাথে প্রেম [post no:-22]

হ্যাপি কাপল

₪ ছেলেটি মেয়েটাকে অনেক ভালোবসতো [post no:-18]

বড় বোন থাকার ১৫টি মজার দিক

মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিলেন

অবহেলা

₪ ছোট বোনের থেকে টাকা ধার [post no:-27]

একটি মেয়ের গল্প

রিয়্যাক্টর কিং