জীবনে ভালো কিছু করতে গেলে কি কি আপনাকে করতে হবে আসুন জেনে নেই

 -আয়নায় বার বার নিজেকে দেখবেন।

- নিজের সঙ্গে কখনো কাউকে তুলনা করবেন না।

- ভুল করলে যখনি জানতে পারবেন ক্ষমা চেয়ে নেবেন। 

- অযথা কারো জন্য সময় নষ্ট করবেন না।

- সকাল সন্ধ্যা, রাত দিন সব সময় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন।

- নিজেকে প্রচুর সময় দেবেন।

- আপনার পাশের জনের কোন নেগেটিভ ম্যাটারে ইন্টারেস্ট দেখাবেন না।

-  কে আপনাকে নিয়ে পরে থাকছে বা কে আপনাকে নিয়ে যাতা কমেন্ট করছে এসবে কখনো পাত্তা দেবেন না।

- রিলেশন এড়িয়ে চলুন। খুব প্রয়োজন যদি অনুভব করেন। সার্মথ্য অনুযায়ী বিয়ে করে নিন। 

- জীবনে যেমনি সিচুয়েশনে আসুক,  কখনো সুখে বা দুঃখে তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না।

- প্রিয়জনকে যতোটা পারবেন সময় দিন।

- যেই সম্পর্কেই যান আপনার কোন এক্সিডেন্ট থাকলে অবশ্যই জানাবেন।

- পড়াশোনা করুন, যেকোন বিষয় হোক না কেন তা যেন জ্ঞানের হয়। মনে রাখবেন,বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট থাকলেই মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য জ্ঞান এবং মানসিকতার প্রয়োজন।

- বড়দের সম্মান করবেন এবং ছোটদের স্নেহ করবেন।

- জীবনে যেমনি সিচুয়েশন আসুক দুঃখের হোক বা কষ্টের প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন।

- নিজের প্রয়োজনে কাউকে প্রিয়জন নাম দেবেন না।

- অন্যের উপর কখনো নির্ভর হবেন না।

-  নিজের সার্মথ্য অনুযায়ী চলবেন।

- কারো দেখে জিনিস কেনার স্বভাব ভালো না। এটা থাকলে অবশ্যই পরিত্যাগ করুন।

- কারো মেরে খাবেন না। পারলে সবাইকে দিয়ে খেতে শিখুন।

-  দান করুন। কিন্তু দানের নামে নাম ভেঙ্গে খাবেন না।

- ভুল বোঝাবুঝি হলে দ্রুত সমাধান করার চেষ্টা করুন।

- পাশেরজনকে কখনো মূল্যহীন মনে করবেন না।

- সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন।

- ব্যক্তিগতজীবন সব সময় সুন্দর রাখার চেষ্টা করবেন। 

- পরিবার,পরিজনকে ভালোবাসুন।

-  সম্পর্কে তিক্ততা আসার আগে দূরত্ব বজায় রাখুন। 

- ভালোবাসার মানুষকে কখনো ছেড়ে যাবেন না। জীবনে যতো ঝড় আসুক।তার পাশে থাকার চেষ্টা করবেন।

- এবং কখনো উঁচু নিচু, সাদা কালো, ধনী গরিব এসবে ভেদাভেদ করবেন না।মানুষ এবং মানুষের মানসিকতার সাপেক্ষে মূল্যায়ন করুন।


লিখাঃ রিনি

Popular posts from this blog

₪ সিনিয়র আপুর সাথে প্রেম [post no:-22]

হ্যাপি কাপল

₪ ছেলেটি মেয়েটাকে অনেক ভালোবসতো [post no:-18]

বড় বোন থাকার ১৫টি মজার দিক

₪ বুদ্ধিমান মানুষ চেনার উপায় [post no:-16]

মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিলেন

অবহেলা

₪ ছোট বোনের থেকে টাকা ধার [post no:-27]

একটি মেয়ের গল্প

রিয়্যাক্টর কিং