বাটন ফোন

 রাত ২ টা। চ্যাট অফ করে নিউজফিড স্ক্রল করছি এমন সময়ে জাহিনের মেসেজ, "জেগে আছো?? কী করো??"

জাহিনের মেসেজ দেখেই শঙ্কিত হয়ে গেলাম। ভাবতে লাগলাম, আমার রাতে জেগে থাকা জানার এ কোনো নতুন ফাঁদ নয়তো! 

সেই ভাবনা থেকেই মেসেজের রিপ্লাই দিবনা বলে ঠিক করলাম। আর তাই মেসেজটা সিনও করলাম নাহ।

মিনিট দুয়েক পর গ্রুপে ভাইয়া মেসেজ দিল, " কাল তোমাদের অনলাইন ক্লাস হবেনা।"

আমিতো খুশিতেই "আলহামদুলিল্লাহ " লিখে মেসেজ দিয়ে দিলাম। 

মেসেজ দেওয়ার পর মনে হলো, " আরেহ! এ কি করলাম! গ্রুপে তো জাহিনও আছে। সে যদি এখন মেসেজ দেখে তাহলে আমি শেষ! "

এসব ভাবতে ভাবতেই জাহিনের ফোন। রিসিভ করতেই ওপাশ থেকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে গালাগাল শুরু। আমি ঘুম ঘুম কণ্ঠে বলে উঠলাম,

- এত রাতে ফোন দিয়ে গালি দাও কেন?

- ওই চুপ। তোরে না কইসি রাত জাগবিনা। তাও তুই জেগে আছিস কোন সাহসে?

- আমিতো ঘুমিয়েই ছিলাম।

- তাহলে গ্রুপে মেসেজটা কে দিল শুনি?

- আসলে ওয়াইফাই অফ না করেই ঘুমিয়ে গেছিলাম তাই মেসেজ আসার সাথে সাথে টুং আওয়াজ পেয়েই আরকি!

- তাহলে আমারটার রিপ্লাই দিলি না কেন?

- আসলে ব্যাপারটা হইসে কী শুনোওতো.....

- ওই চুপ। তোর আসল নকল বুঝিনা। ফোন রাখ। রেখে এখনই ঘুমা।

বলেই ফোন কেটে দিল।

পরেরদিন সকাল ৭ টায় আবার জাহিনের ফোন। রিসিভ করতেই,

- উঠসো তুমি ঘুম থেকে?

- কেবলই তো ঘুমালাম। এখনই কীসের উঠা?

- কেবলই ঘুমালা মানে?

- আরে নাহ বলতে চাইসিলাম কেবলই ঘুম থেকে উঠলাম।

- এইতো ভালো ছেলের মত কথা। মনে থাকে যেন বিকাল ৫টায় আসার কথা।

- আচ্ছা।

বিকাল ৫টায় টি-বাঁধে গিয়ে দেখি ম্যাডাম বসে আছে। আমি বাদামওয়ালার কাছ থেকে বাদাম নিয়ে গিয়ে জাহিনের পাশে বসলাম। আমাকে দেখেই,

- যাক সময়মতো এসেছ।

- হুম। এই নাও( বাদামের ঠোঙা হাতে ধরিয়ে)।

- বাহ! এটাও মনে আছে।

- থাকবেই তো।

- তোমার জন্য একটা গিফট আছে।

- কী গিফট?

- এই নাও।( একটা প্যাকেট হাতে ধরিয়ে)

- খুলেই দেখ।

প্যাকেটটা খুলে আমি হতাশ হয়ে জাহিনের দিকে তাকিয়ে,

- এটা কেন?

- তোমার স্মার্টফোন আজ থেকে আমার কাছে জমা থাকবে। যতদিন না এডমিশন হবে ততদিন তুমি এই বাটন ফোন ব্যবহার করবা।

- কিন্তু কেন?

- তাহল তোমার ওয়াইফাই অফ করারও ঝামেলা থাকবেনা। আবার রাতও জাগতে হবেনা।

- হাই আল্লাহ! এই কী ছিল কপালে।

- এটাই তোমার রাত জাগার উপহার। 

তারপর থেকে আমি বর্তমানে বাটন ইউজার।



লিখা: ফরাজ ফারদিন সাকিব

Popular posts from this blog

₪ সিনিয়র আপুর সাথে প্রেম [post no:-22]

হ্যাপি কাপল

₪ ছেলেটি মেয়েটাকে অনেক ভালোবসতো [post no:-18]

বড় বোন থাকার ১৫টি মজার দিক

₪ বুদ্ধিমান মানুষ চেনার উপায় [post no:-16]

মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিলেন

অবহেলা

₪ ছোট বোনের থেকে টাকা ধার [post no:-27]

একটি মেয়ের গল্প

রিয়্যাক্টর কিং