এক হাজার আয়নার বাড়ী
পাঠক, আপনি কখনও কোন বাড়ী দেখেছেন, যেখানে এক হাজারটি আয়না আছে?
এগুলো শুধু রূপকথাতেই পাওয়া যায়, তাইনা? না, তা সত্যি নয়। এ রকম বাড়ীও আছে।
এক কুকুর গিয়েছিল এ রকম একটি বাড়ীতে বেড়াতে। ড্রইংরুমে ঢুকে তার চোখ কপালে উঠল। চারিদিকে অসংখ্য কুকুর তার দিকে তাকিয়ে হাসছে।
কুকুর বলল, এত সুন্দর জায়গা আমি জীবনে কখনও দেখিনি। আমি এখানে আবারও আসব।
কুকুর ফিরে এসে অন্য কুকুরকে বলল এ কাহিনী। সেই কুকুর বলল, তাই নাকি? আমিও যাব সেখানে।
ড্রইং রুমে ঢুকে দেখে অসংখ্য কুকুর তারদিকে ঘৃণাভরে তাকিয়ে আছে। চোখে অহংকার, মুখ তিক্ত বিরক্ত।
না, এখানে কোনদিন আমি আসবোনা। জঘন্য পরিবেশ।
পাঠক, পৃথিবীটি অনেকটা সেই বাড়ীর মত যেখানে হাজারটি আয়না আছে।
আপনি যে চোখে পৃথিবীকে দেখবেন, পৃথিবীকে তাই মনে হবে।
আপনি হাসুন, পৃথিবীটি স্বর্গ।
আপনি তিক্ত বিরক্ত হোন, পৃথিবীটি নরক।
( একটি বিদেশী গল্পের ছায়া অবলম্বনে )
লিখা: তারিক হক