এক্সট্রা ভাব

প্রিয়ন্তিকে ফোন দিতেই ও তেলেবেগুনে জ্বলে উঠলো। আমি কোনোকিছু বলার আগেই প্রিয়ন্তি বলে উঠলো।
"এতদিন তো আমাকে পাত্তা দিতা না। ফোন দিলেই বলতা আমি নাকি একটা গাধী আর আমার বাচ্চাকাচ্চা যা হবে সব গাধা গাধী হবে তাই আমাকে পাত্তা দাওনি। আর যখন শুনছো আমি গোল্ডেন এপ্লাস পাইছি তখন তোমার দরদ উথলায়া গেছে তাই না? শুনো তোমার মত হাজারটা জাহিদ এখন আমার পিছনে লাইন ধরবে। আর তোমার মত জাহিদ কোনো মেয়ের ভালোবাসা পাবা না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রিয়ন্তি ঠুস করে ফোনটা কেটে দিলো।
.
প্রিয়ন্তির চরম অপমান কিছুতেই সহ্য হচ্ছে না ভেবে অবন্তীকে ফোন দিলাম। যে মেয়েকে কখনো ফোন দিবো না ভেবেছিলাম আজ সে মেয়েকেই ফোন দিলাম। অনেকদিন পর অবন্তীকে ফোন করতেছি কেমন জানি নার্ভাস নার্ভাস লাগতেছে।
অবন্তী ফোন রিসিভ করেই বললো।
"কী ব্যাপার তুমি আমাকে ফোন দিছো কেনো? অহ আজ আমার ভালো ঘরে বিয়ে হইছে বলে সহ্য হচ্ছে না? বিয়ের আগে হাজারবার বলছিলাম কিন্তু তুমি আমাকে পাত্তা দাওনি আজ যখন ভালো ঘরে বিয়ে হইছে শুনছো তখন মাঝখানে প্যাচ লাগাতে আসছো তাই না? তোমার মত ছেলেরা এমনই হয়। প্রথমে সোনাকে তামা ভেবেছিলা আজ বুঝতেছো আমি আসল সোনা।
তারপর অবন্তী ঠুস করে ফোন কেটে দেয়।
.
প্রিয়ন্তির সাথে সাথে অবন্তীও অপমান করলো। এ জীবন রেখে লাভ নেই।
ভাবতেই বসন্তী মিসডকল দিলো।
কল ব্যাক করলাম। তারপর বললাম
"তোমরা মেয়েরা এত মিসডকল কীভাবে দাও? ডিরেক্ট কল দিতে পারো না?
"যে হারে কলের হার বাড়ছে ডিরেক্ট কল দিবো কেমনে। আচ্ছা যে কথা বলার জন্য ফোন দিছি। পরশু আমার বিয়ে ছেলে বিসিএস ক্যাডার। সময়মত আইসা পরবা। তোমারে ইনভাইট করছি কারণ ছেলেটা তোমার থেকে কোনো অংশে কম কিনা দেখার জন্য। আমাকে তো পাত্তাই দিতা না। এখন একলা জীবন কেমন লাগে?
.
মাথাট কেমন জানি চরকির মত ঘুরতে লাগলো। এত এত অপমান সহ্য করার মত না। যেভাবেই হোক একটা না একটা ব্যাবস্থা করতে হবে। এই ভেবে বারোভাতারী সাদিয়াকে ফোন দিলাম।
"কী মনে করে ফোন দিছো? আগে তো হাজারবার ফোন দিলেও ধরতা না। যাইহোক এখন আমি তোমার ভাবী আর তুমি আমার দেবর। তুমি আমাকে পাত্তা না দিলেও তোমার ভাই আমাকে পাত্তা দিছে।

আরেকটু বেটার কাউকে পেলে সম্পর্কে জড়াবো ভাবতে ভাবতে একদিন খেয়াল করলাম আমি একা। বেটার কাউকে খুঁজতে গিয়ে বেষ্ট কাউকে হারিয়ে ফেলি।
এক্সট্রা ভাব দেখাইলে পকেট শূন্য হয় তারই একটা উদাহরণ।


লিখাঃ জাহিদ হাসান

Popular posts from this blog

₪ সিনিয়র আপুর সাথে প্রেম [post no:-22]

হ্যাপি কাপল

₪ ছেলেটি মেয়েটাকে অনেক ভালোবসতো [post no:-18]

বড় বোন থাকার ১৫টি মজার দিক

₪ বুদ্ধিমান মানুষ চেনার উপায় [post no:-16]

মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিলেন

অবহেলা

₪ ছোট বোনের থেকে টাকা ধার [post no:-27]

ডিপ্রেশন

এক চালাক ব্যক্তি [ post no: 11 ]