লুঙ্গি

মায়ের সাথে আজকে বড় ভাই গেছিল পাশের বাসার এক আন্টির বাসায় ।আন্টির ছোট ছেলের বার্থডে ছিল।
অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করেছিল বার্থডে সেলিব্রেশনের জন্য।
আমি যেতে চাইছিলাম কিন্তু বাবা বাসার বাইরে কাজে গেছে,বাসায় একজনকে থাকতে হবে ।কি আর করার, আমি একটু ছোট তাই আমাকে রেখে গেল।

যাওয়ার আগে ভাইয়ার প্রস্তুতি দেখে আমি হতবাক ।
যাইহোক বলিউডের সুপারস্টার শাহরুখ খানের মত নিজেকে তৈরি করে আনছিল জেন্টস পার্লারে গিয়ে ।খুব উৎসাহ নিয়ে গিয়েছিল ।

কিন্তু অনুষ্ঠান শেষে বাসায় আসার পর ভাইয়ার চেহারা পাকা লঙ্কার মত করে রাখছে।ডিম নিয়ে বসে থাকা মুরগির মত ফোঁস ফোঁস করছে।
আমি কিছুই বুঝলাম না।বার বার জিজ্ঞাস করছি ভাইয়া তোমার কি হয়েছে বল?
ভাইয়া নিশ্চুপ ।এমন ভাবে চেয়ে আছে আমার দিকে, যেন যে কোন মুহূর্তে বোমা বিষ্ফোরনের মত বিষ্ফোরিত হয়ে যাবে।
বুঝলাম সময় এখন সুবিধার না।মায়ের রুমে গিয়ে দেখলাম আম্মা ঘুমিয়ে পড়েছে।যাক মাকে আর জাগিয়ে তুললাম না।

চুপচাপ ভাইয়ার পাশে গিয়ে বসলাম।একটু পরে কে যেন ফোন করল,ভাইয়া ফোনটা নিয়ে সোজা বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দিল।
আমিও দরজায় গিয়ে কান পাতলাম।
ভাইয়ার কথা গুলি এমন ছিল:-
(আরে সোহাগ আজকে আমার ইজ্জত পাংচার হয়ে গেছে।
এক আন্টির বাসায় গেছিলাম তার ছেলের বার্থডে ছিল।গিয়ে দেখি আন্টির মেয়ের সাথে অনেক সুন্দর সুন্দর বান্ধবী আসছে।
আমরা সবাই একসাথে আড্ডা দিচ্ছিলাম সবাইকে আমার বিরত্বের কথা বলতেছিলাম সবাই তো মন্ত্রমুগ্ধের মত শুনছিল।
এমন সময় মা কোথা থেকে একটা পুরাতন লুঙ্গি নিয়ে গিয়ে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল
অনিক এইটাই পরে নে।অনেক খোঁজাখুজি করে তোর আন্টি এই লুঙ্গি টা বের করল।তোর আঙ্কেল নাকি এখন আর লুঙ্গি পড়ে না।
তুই তো লুঙ্গি ছাড়া জিনস পড়ে বেশিক্ষণ থাকতে পারিস না। শরীর নাকি চুলকায়।
আম্মার এমন কথা শুনে সব মেয়েরা হোহো করে হেসে উঠল।

আমি লুঙ্গিটা হাত থেকে ছুড়ে ফেলে দিয়ে সোজা বাসায় চলে আসছি ।
বলতো সোহাগ এত এত সুন্দরী মেয়েদের সামনে আম্মা আমার ইজ্জতের বারোটা বাজিয়ে দিল।কেমনডা লাগে।
একটা মেয়ের নাম্বার ও নিছিলাম।এখন চিন্তা কর,কোন মুখ নিয়ে আমি মেয়েটাকে ফোন করব?

ভাইয়ার এই কথা শোনার সাথে সাথে আমি দরজার এ পাশ থেকেই হা হা করে উচ্চশব্দে হেসে উঠলাম।
এমন জোরে হাসির শব্দে আম্মা ঘুম থেকে জেগে উঠল।
আমার কাছে আম্মা আসতেই হাসির শব্দ আরো বাড়িয়ে দিয়ে আম্মাকে বললাম তুমি এমন করে কেন বলেছ?
আম্মা বলল আমি কি জানি তোর ভাই এমন করে রিএক্ট করবে?
সুন্দর করেই তো বুঝিয়ে বলছিলাম।


লিখাঃ ইয়াছির আরাফাত

Popular posts from this blog

₪ সিনিয়র আপুর সাথে প্রেম [post no:-22]

হ্যাপি কাপল

₪ ছেলেটি মেয়েটাকে অনেক ভালোবসতো [post no:-18]

বড় বোন থাকার ১৫টি মজার দিক

₪ বুদ্ধিমান মানুষ চেনার উপায় [post no:-16]

মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিলেন

অবহেলা

₪ ছোট বোনের থেকে টাকা ধার [post no:-27]

একটি মেয়ের গল্প

রিয়্যাক্টর কিং