₪ এক আপুর জীবনের কিছু অংশ [post no: 41]

বাসে উঠে রাহাত কে দেখে কয়েক সেকেন্ডের জন্য থমকে গেলাম।
প্রায় ৫ বছর পর সেই পরিচিত মুখটা দেখলাম।
যেই মুখটা দেখার জন্য এক সময় পাগল ছিলাম, যার ভয়েস শোনার জন্য দিনের পর দিন অপেক্ষা করেছি।
নিজেকে সামলে নিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে তার পাশের সিটে গিয়ে বসলাম।
রাহাত ভেবেছে হয়তো আমি তাকে চিনতে পারিনি।
অবশ্য ৫ বছরে নিজের আউট লুক পুরোটাই বদলে ফেলেছে সে, হঠাৎ দেখলে যে কেউ চিনতে না পারারই কথা।
কে বলবে এই ছেলেটাই সেই ৫ বছর আগের সহজ সরল ছেলেটি যার শরীরে গ্রামের সেই মমতার ছোয়া মিশে ছিলো।
রাহাত নিজে থেকেই কথা বলতে শুরু করলো
- তুলি ভালো আছো?
-হুম, অনেক তুমি কেমন আছো
- আমাকে চিনতে পেরেছো! আমি ভেবেছিলাম হয়তো চিনো নি।
- চিনেই পাশে এসে বসেছি
- কোথায় যাচ্ছো?
- অফিসে, তুমি?
- আমিও
- তোমার স্ত্রী সন্তান কেমন আছে?
- ভালো
- রাহাত আমি তোমাকে মনে মনে অনেক খুজেছি
- কেনো
- সরি বলার জন্য
- সেইটার কি আজ আর প্রয়োজন আছে?
- জানিনা, তবু নিজের মনের প্রশান্তির জন্য বলছি আমি সত্যি লজ্জিত।
- ঠিকাছে, বাদ দাও তুমি সুখী হতে চেয়েছিলে, সুখ সবাই খোজে।
- কিন্তু সে সুখের সন্ধান আমি আজো পাইনি রাহাত।
- ব্যপার টা সত্যি হাস্যকর তুলি, আমাকে বিয়ে করোনি কারন আমি গরীব ঘরের ছেলে, ঢাকায় বাড়ি গাড়ি কিছুই নাই। বিয়ে করেছো বড়লোক বাবার ছেলেকে, তাহলে কেনো তুমি অসুখী?
- হুম ভেবেছিলাম টাকা না থাকলে ভালোবাসার ঘর ঠুনকো হবে, কিন্তু কে জানতো যে আমার বড় লোক বর আমাকে দিন শেষে একা করে দিয়ে নতুন সঙী খুজে নিবে।
-সে তোমায় ছেড়ে দিয়েছে?
- হুম কারন আমার মা হবার ক্ষমতা নাই
- তাই বলে ছেড়ে দিবে এতে তোমার কি দোষ!
- এটা আমার ভাগ্যে ছিলো, বাদ দেও তোমার কথা বলো।
- আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার ২ বছরের ছোট একটা পরী আছে। পরী আর পরীর মা কে নিয়ে অনেক ভালো আছি।
একটা কোম্পানিতে জব করছি, ছোট একটা ভাড়া বাসায় খুব শান্তিতেই আছি।
- তোমায় দেখেই বুঝা যাচ্ছে
- হুম আমার বউ টা খুব গোছানো আর লক্ষী, আমাকে ভীষন ভালোবাসে, যত্ন করে।
- শুনে খুব ভালো লাগলো
- বাড়ি গাড়ি হয়তো নাই কিন্তু ভালোবাসার একটা মন আছে, সব সময় টাকা সব সুখ এনে দিতে পারে না।
আমি নামবো এখন, ভালো থেকো।
কথা গুলি বলেই রাহাত হনহন করে নেমে চলে গেলো।
ও ঠিক বলেছে।
আর আজ আমাকে বুঝিয়ে দিয়ে গেলো আমি বেশি পাবার আশায় নিজের আপন সত্তাটাকেও হারিয়ে বসেছি।



 লিখাঃ- সিনথিয়া অরয়া

Popular posts from this blog

₪ সিনিয়র আপুর সাথে প্রেম [post no:-22]

হ্যাপি কাপল

₪ ছেলেটি মেয়েটাকে অনেক ভালোবসতো [post no:-18]

বড় বোন থাকার ১৫টি মজার দিক

₪ বুদ্ধিমান মানুষ চেনার উপায় [post no:-16]

মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিলেন

রিয়্যাক্টর কিং

একটি মেয়ের গল্প

অবহেলা

₪ ছোট বোনের থেকে টাকা ধার [post no:-27]