₪ বোকা মানুষদের গল্প [poat no: 33]
যে মানুষটা এত্ত ব্যস্ত যে,
আমাদের এক মিনিটের জন্য,
ফোন বা মেসেজ দিয়ে আমাদের খোজ নেয় না,
আমরা তার জন্যই দিনের বেশির ভাগ সময় অপেক্ষা করি।
যে মানুষটা আমাদের সাথে হয়ত করুণা করে,
একটু সময় কথা বলে,
সেই মানুষটার জন্যই আমরা সারাদিন ফোনের দিকে
হা করে তাকিয়ে থাকি কখন মানুষটা ফোন দেয়।
যে মানুষটা একবার আমাদের দিকে ফিরে তাকায় না,
আমরা তাকেই এক নজর দূর থেকে দেখার জন্য,
পথের মোড়ে ঘন্টার পর ঘন্টা দাড়িঁয়ে থাকি।
যে মানুষটার কাছে আমাদের দুই পয়সা দাম নেই,
সেই আমাদের কাছে অমূল্য রত্নের মত ........
যে মানুষগুলা দিনের পর দিন আমাদের দূরে ঠেলে দেয়,
আমাদের খুব সুক্ষ ভাবে ইগনোর করে,
আমরা বুঝি,
বুঝেও তাকেই আমরা অযথা ধরে রাখার চেষ্টা করি !!
যে মানুষটা আমাদের ছেড়ে চলে যাওয়ার আগে
একবারও পেছন ফিরে তাকায় না,
তার ভিতরে কোন অনুশোচনা বা আক্ষেপ কাজ করে না,
আমরা তারই অপেক্ষায় পথের দিকে চেয়ে থাকি !!
আমাদের চোখের পানি যাকে একদমই স্পর্শ করে না,
আমরা তার জন্যই কাঁদি,
পাগলের মত কাঁদি,
গভির রাতে তার জন্য বালিশ ভেজাই!
যে মানুষটা আমাদেরকে এক ফোঁটাও ভালোবাসে না,
তার জন্য আমরা এক সমুদ্র,
বুক ভরা,
নি:স্বার্থ ভালোবাসা নিয়ে বসে থাকি !!
যারা ২৪ ঘন্টায় আমাদের কথা একবারো মনে করে না,
তাদের কেই আমরা সারাদিন মিছ করি,
অনলাইন আসলো কিনা, বার বার চেক করি,
অযথা তাদের টাইম লাইনে ঘুরাঘুরি করি,
মেসেজের সাউন্ড হলেই দৌড়ে যাই,
এই বুজি তার মেসেজ আসলো!!
যে মানুষ গুলো আমাদের ভালবাসাকে পাগলামী ভেবে,
বন্ধুমহলে আমাদের নিয়ে হাসা হাসি করে,
সেই মানুষ গুলাকেই আমরা বুকের ভিতর বসিয়ে রেখে,
তাদের কে ভালবেসে যাই!
যে মানুষ গুলো আমাদের আবেগ নিয়ে খেলে,
অনেক সময় আমরা বুঝি,
যে মানুষটা আমাদের নিয়ে খেলতেছে,
তাও আমরা তার পিছনেই পরে থাকি,
যদি মানুষটা আমাদের একটু বুঝে!
আমাদের সত্যি কার ভালবাসাটা বুঝে!
যে মানুষগুলো আমাদের ব্লক মারে,
তাদের কেই আমরা ফেইক আইডি খুলে ফলো করি,
তাদের টাইম লাইনে ঘুরি।
আমরা কারা ??
আমরা বোকা মানুষ !!
বোকা মানুষদের অন্য কেউ এসে কষ্ট দেয় না
তাদের কষ্ট পাবার জন্য অন্য কেউ দায়ী না,
আমরা বোকা মানুষরা নিজেদের ভুলে নিজেরাই কষ্ট পাই,
এবং বারবার কষ্ট পেয়েও আমাদের শিক্ষা হয় না,
আমরা ইচ্ছা করেই কষ্ট পাওয়ার জন্য সেই মানুষদের কাছেই ছুটে যাই,
যারা আমাদের কষ্ট দেয়,অবহেলা করে, বার বার অপমান করে তাড়িয়ে দেয়,
তার পরেও তাদেরকেই আমরা বুকে টেনে নিতে চাই।
বোকা মানুষদের জীবনের গল্প একটাই ...
ভুলে ভরা গল্প ...
ভুল দরজায় কড়া নেড়ে যাওয়ার গল্প !!"
ভাল থাকুক সকল বোকা মানুষগুলো,
স্যালুট তাদেরকে,
কারন তারা অভিনয় করতে জানেনা, মাঝ পথে হাত ছাড়তে জানেনা,
প্রিয় মানুষ গুলোর হাসি মুখ দেখতে এই বোকা মানুষ গুলো নিজের জীবনের বাজি লাগায়,
বার বার হেরে গিয়েও এরা সুখ খুজে পায় প্রিয় মানুষ গুলোর হাসির মাঝে!!!
লিখাঃ- রুবেল সারওয়ার