প্রত্যাবর্তন


আজ আমার ছাত্রী রিমির বিয়ে। বাসায় গিয়ে পড়াতাম একটানা ৫ বছর। এখন অর্নাস সেকেন্ড ইয়ার। ছেলে বিসিএস ক্যাডার। হাতছাড়া করেনি পরিবার। রিমি ছোট্র একটা মেসেজ দিয়েছে আমাকে এই বিয়েতে আমার মত নেই। আমি আর কি বলবো।

ভালো কোন পাঙ্জাবিও নেই আমার। মেসমেট জহিরের পাঙ্জাবিটা নিয়ে গায়ে চাপালাম। খুব যে মানিয়েছে তা বলা যাবেনা। চশমা খুজছি। চোখে দিলাম।

যখন ওদের বাড়িতে গেলাম,দেখলাম ৪ তলা বাড়িটা নিয়ন বাতি দিয়ে সাজানো হয়েছে। বাড়িতে কতশত মেহমান। ধনীদের সাথে নিজেকে মানানোটা বড্ড কঠিন। রাত প্রায় ১০ টা বাজতে চলল।
ক্ষুধা লেগেছে একটু। এক টেবিলের কোনে বসলাম।
হঠাৎ রিমি এসে আমার হাত ধরেছে কুৃত্তার বাচ্চা আমারে অন্য ছেলের হাতে তুলে দিয়ে তুই গিলছিস।
ওঠ আজকে তোরে খুন করবো।
এই রিমিকে আমি কখনও দেখিনি,,,শুনেছি বড্ড রাগী।
আমিতো অবাক রিমির সাথে আমার এমন কোন সম্পর্ক নাই।
আমি বললাম, কি বলছো এসব তুমি। আমি কি করলাম। থামো রিমি, বাড়ি ভর্তি মেহমান।

এই কুত্তা তুই জানিস না আমি তোরে পছন্দ করি। আমি তোকে ছাড়া বাচবোনা। তুই আমাকে কখনও বুঝেছিস। এই ছুড়ি দিয়ে আজ তোরে আমি খুন করবো। ততক্ষনে বাড়ির সব মেহমান চলে এসেছে। রিমির চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। আমি কিছুই বলতে পারছিনা। আন্টি দেখেন আমি কিচ্ছু জানিনা। ওর সাথে আমার কোন সম্পর্ক নেই। আঙ্কেল প্লিজ ওরে থামান। আমি এসবের কিছুই বুঝতে পারছিনা। রিমি চিৎকার করে বলতে লাগল, তুই তো কিছুই বুঝিস না। তোরে ৫ বছর ধরে বুঝায়ছি। বুঝিসনি। আজও বুঝবি না। তুই কি ভাবছিস আমাকে আজীবন কাদাবী। কুত্তা তোরে আজ আমি শেষ,করে ফেলবো। তুই জানিস না তোরে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবোনা।

চল এখনই তুই আমাকে নিয়ে পালাবি। তোমরা যদি কেউ আমার কাছে আসো তবে নিজেকে এই ছুড়ি দিয়ে শেষ করে দেব। আমি স্তদ্ধ হয়ে গেছি। এই মেয়ে বলে কি। আমার মত বেকার, গরীব, অসুন্দর একটা ছেলেকে কেন কেউ ভালবাসতে যাবে। এই কুত্তা চল এখনি পালাবি আমাকে নিয়ে। ঐ ব্যাগটা নে, ওতে আমার জামা কাপড় সব। চল পায়ে কি শিকড় গজালো। দেখি বলেই, আমার পায়ে ছুড়ি মারতে গেল । কোন রকমে বেচে গেছি। উপায় না পেয়ে ওকে নিয়েই বের হলাম।

ও একটা গাড়ীতে ওঠালো। গাড়ীতে দেখি আমার বন্ধু অয়ন,আর রিমির কয়েকজন বান্ধবী। সোজা কাজী অফিস।
দেখো রিমি আমি বিয়ে করতে পারবোনা। আমি বাসায় কি জাবাব দেব। আমার বাবা মা আছে।
তোর গুষ্টি কিলাই দে ফোন দে। মায়ের ফোনে কল দিলো রিমি,,,হ্যালো আম্মা আমি আপনার ছেলের বউ আজই আমরা বিয়ে করেছি। দোয়া করবেন কিন্তু। পরে ফোনটা আমার হাতে দিলো,,,, মা বলো। গাধারাম তুই বিয়ে করার সাহস পেলি কই থেকে। যাক কিছু একটা তো করেছিস। বউমাকে নিয়ে বাসায় চলে আসিস। আমি সব ব্যবস্থা করছি।
উপায় না পেয়ে বিয়ে টাও হয়ে গেল।
রাত তখন ২ টা ছুই ছুই। আমি কাদছি,,,,,ভীষন কান্না।
রিমি কোন কথা না বলে পাশে এসে বসলো। আমার হাতটা ধরে বললো,,,আপনি খুশি হননি। আপনার ডায়েরিটা পড়েছিলাম।। আমার প্রতি আপনার ভালবাসা প্রকাশভঙ্গি আমাকে মুগ্ধ করেছে। আমি পাড়তামনা এমন একটা ভালোবাসায় মানুষকে হারাতে। আজ আমাদের কিছু নেই তাইকি একদিন সব হবে। আর আমার বাবা সবই জানে।শুধু মা রাজি ছিলোনা।
আমি ওর দিকে তাকায় ওর চোখেও জল। নিজেকে খুব সুখী মনে হচ্ছিলো এই প্রথম। কতকিছু চেয়েছি, পায়নি। আর আজ না চাইতেও পেলাম। শ্রেষ্ঠ উপহার।
একসাথে হাটছি, মনে হচ্ছে পথটা অনেক দীর্ঘ তবে কঠিন নয়।


লিখাঃ- এম সোহাগ হোসেন
₪ [post no: 53 ]

Popular posts from this blog

₪ সিনিয়র আপুর সাথে প্রেম [post no:-22]

হ্যাপি কাপল

₪ ছেলেটি মেয়েটাকে অনেক ভালোবসতো [post no:-18]

বড় বোন থাকার ১৫টি মজার দিক

₪ বুদ্ধিমান মানুষ চেনার উপায় [post no:-16]

মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিলেন

অবহেলা

₪ ছোট বোনের থেকে টাকা ধার [post no:-27]

একটি মেয়ের গল্প

রিয়্যাক্টর কিং