₪ জীবন থেকে পাওয়া কিছু শিক্ষা নিয়ে লিখা [post no:-25]


১. জীবনে বড় হতে চান ?

ব্যর্থ মানুষদের দেখুন। বোঝার চেষ্টা করুন তারা কি কারনে ব্যর্থ হয়েছিলেন। আপনি সেই ভুলগুলো ওভারকাম করুন। সফলকাম হবেন ইনশাআল্লাহ।



২. কাউকে ভালবাসতে চান ?

তাকে প্রচুর হাসান। আপনি যদি কাউকে হাসাতে পারেন খুব দ্রুত তার হৃদয়ে আপনার জায়গা হয়ে যাবে। সুযোগ বুঝে দখল করে নিন আপনার জায়গা। কাউকে হাসালে সে আপনার প্রতি খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে এটা বিজ্ঞানসম্মত।



৩. সুন্দর আর আকর্ষনীয় হতে চান ?

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে চলে যান। তারপর আয়নায় নিজের চেহারা দেখে প্রশংসা করুন কমপক্ষে ১০মিনিট। এই সময় আপনার মস্তিষ্ক প্রচুর পরিমাণে হরমোন ছেড়ে দিবে। আপনি দিন দিন আকর্ষনীয় হওয়া শুরু করবেন।



৪. দুঃখ ভুলতে চান ?

খুব দ্রুত নতুন বন্ধু বানিয়ে ফেলুন। তারপর তার কাছে সব শেয়ার করুন। দেখবেন অর্ধেক দুঃখ ভুলে গেছেন। এতেও কাজ না হলে চোখে পড়ে এমন জায়গায় লিখে রাখুন "পরীক্ষার আর বেশিদিন বাকি নেই" দেখবেন দুঃখ পালিয়ে কুল পাবেনা।



৫. আমার সাথেই এমন কেন হয় ?

আপনার সাথে এমন হওয়ার কারণ আপনি চেষ্টা করেছেন। যারা চেষ্টা করেছে তারাই সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছে এটাই প্রমাণিত। আপনি চেষ্টা ছেরে দিন দেখবেন আর কিছুই হবেনা আপনার সাথে।



৬. ভালো হতে চান ?

মনকে শিশুর মতো নরম করে ফেলুন। শিশুরা যেমন ঠিক তেমন আচরণ করুন। শিশুদের কেউ অপছন্দ করেনা।



৭. সবাই আপনাকে অপদস্থ কিংবা আপনাকে নিয়ে টিটকারি করে ?

তাদেরকে কখনো জবাব দিবেন না। একটা হাসি দিন তারপর চলে যান। যারা আপনাকে নিয়ে টিটকিরি করে তারা আপনাকে নিয়ে জেলাস। তারা চেষ্টা করেও কোনো বিশেষ কিছুতে আপনার সমান হতে পারছেনা।



৮. কারো জন্য মন খারাপ ?

মন খারাপের কারণগুলো ডায়রিতে লিখে রাখুন। এক বছর পর দেখবেন জীবন থেকে বিশাল শিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছেন। চ্যালেঞ্জ আর কোনো কষ্ট থাকবেনা আপনার।



৯. জীবনে সুখি হতে চান ?

কাউকে ভালবাসলেও তাকে মুখ ফুটে কিছু বলবেন না।চুপি চুপি ভালবাসুন দেখবেন সুখে আছেন। বললেই অশান্তি আর ঝামেলা শুরু।



১০. স্ব-শিক্ষায় শিক্ষিত হতে চান ?

মানুষের মন বোঝার চেষ্টা করুন। দেখবেন পৃথিবীর অর্ধেক জিনিস আপনার জানা হয়ে গেছে।




১১. প্রেমে পড়তে চান ?

কম্পেয়ারিজম বাদ দিন। "আরে ধুর! এখন প্রেম করবোনা। এর চেয়েও ভালো মেয়ে পাবো" এসব চিন্তা বাদ দিন। আপনি যেই ভালোটার জন্য ওয়েট করছেন সেও কিন্তু আপনার চেয়ে ভালোটার জন্যই বসে আছে।


১২. খুব কষ্ট পেতে চান ?

কাউকে ঠকিয়ে এক সপ্তাহ অপেক্ষা করে দেখুন। দেখবেন সারা জীবন এই গ্লানি আপনাকে ছাড়বেনা। পদে পদে আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি কাউকে ঠকিয়েছেন।



১৩. খুব আনন্দ পেতে চান ?

প্রিয় মানুষটিকে কিছু উপহার দিন। হোক তা এক টাকার চকলেট। এবার সে যখন চকলেট টা খাবে তার মুখের দিকে তাকিয়ে থাকুন দেখবেন আনন্দ কাকে বলে।



১৪. অনেক দোয়া পেতে চান ?

মা যতই বৃদ্ধ হোকনা কেন নিজের হাতে তার সেবা করুন। খুব সুন্দর করে তাকে সাজিয়ে ঘুরতে বের হন। দোয়া কাকে বলে দেখবেন। তাকে বোঝানোর চেষ্টা করুন যে উনি এখনো বুড়ি হননি। এখনো সাজার বয়স আছে। এতে মায়ের মনে ধরবে আপনি তাকে দাম দেন এবং তিনি অবহেলার পাত্রী নন।


১৫. রাগ কমাতে চান ?

আমাকে বদ দোয়া দিন। চিল্লায়ে বলেন আল্লাহ্ তোমার কাছে বিচার দিলাম। নূরের কপালে যেন একটা কালো কুটকুটে, বদমাইশ বর জোটে। দেখবেন ফ্যাক করে হেসে ফেলেছেন। আপনার রাগ শেষ। এরপর যখনই আপনার রাগ হবে আমায় বদ দোয়া দিবেন দেখবেন মন ভালো হয়ে গেছে।

____________
collected

Popular posts from this blog

₪ সিনিয়র আপুর সাথে প্রেম [post no:-22]

হ্যাপি কাপল

₪ ছেলেটি মেয়েটাকে অনেক ভালোবসতো [post no:-18]

বড় বোন থাকার ১৫টি মজার দিক

₪ বুদ্ধিমান মানুষ চেনার উপায় [post no:-16]

মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিলেন

অবহেলা

₪ ছোট বোনের থেকে টাকা ধার [post no:-27]

একটি মেয়ের গল্প

রিয়্যাক্টর কিং