খালি পেটে বাদাম ধরে রাখবে আপনার যৌবন [post no :-14]


    
 খালি পেটে বাদাম ধরে রাখবে আপনার যৌবন

বাদাম কী ওজন কমানোর কোন গোপন রহস্য। বেশ কয়েকটি জরিপে বেশি পরিমাণ বাদাম খাওয়া (দিনে ২/৩ বার) এবং ওজন কমে যাওয়ার মধ্যে একটি সম্পর্ক প্রমাণিত হয়েছে। বেথ ইজরায়েল মেডিকেল সেন্টারের গবেষকরা ২০১০ সালে ২০ জন স্বেচ্ছাসেবী নিয়ে ছোট একটি জরিপ পরিচালনা করেন। এতে দেখা যায় নাস্তার সময় কিছু আখরোট খেলে দুপুরের খাবার সময় পেট ভরাভরা লাগে, ফলে কম খাওয়া সম্ভব হয়। ক্যালরি কম খাওয়া হলে ওজন হ্রাসে সহায়তা হয়। বাদাম খেলে যেহেতু পেট ভরাভরা লাগে, তাই তো কম ক্যালরি খাওয়ার ব্যাপারে সহায়ক হবে।

বাদামে থাকে পর্যাপ্ত চর্বি ও প্রোটিন এবং এর চর্বির প্রায় পুরোটাই অসম্পৃক্ত ধাঁচের অর্থাৎ স্বাস্থ্যকর। এতে ভিটামিন বেশি না পাওয়া গেলেও পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম আছে। তাছাড়াও ম্যাগনেসিয়াম সহ প্রয়োজনীয় আরো কিছু খনিজ এতে রয়েছে। খাদ্য নিয়ন্ত্রণ যারা করেন, তারা ক্যালরি বেড়ে যাওয়ার ভয়ে বাদামের চর্বি এড়িয়ে চলার চেষ্টা করেন। বাদামে শর্করা সামান্যই আছে। ফলে বাদাম খেলে ওজন বাড়বে না।
১.৫ আউন্স বাদামে বিদ্যমান পুষ্টি (গ্রাম হিসেবে):

 সাধারণ বাদাম:-
              ক্যালোরি ২৪৯ গ্রাম
              ফ্যাট ২১.১ গ্রাম
              প্রোটিন ১০.১ গ্রাম

পেস্তা বাদাম:-
         ক্যালোরি ২৪৩ গ্রাম
         ফ্যাট ১৯.৬ গ্রাম
        প্রোটিন ৯.১ গ্রাম

 বিদেশী বাদাম:-
              ক্যালোরি ২৫৪ গ্রাম
              ফ্যাট ২২.৫ গ্রাম
             প্রোটিন ৯.৪ গ্রাম

 বড় বাদাম:-
       ক্যালোরি ২৭৯ গ্রাম
       ফ্যাট ২৮.২ গ্রাম
       প্রোটিন ৬.১ গ্রাম

 কাজু বাদাম:-
          ক্যালোরি ২৪৪ গ্রাম
          ফ্যাট ১৯.৭ গ্রাম
         প্রোটিন ৬.৫ গ্রাম

 বাদুর বাদাম:-
          ক্যালোরি ২৭৫ গ্রাম
          ফ্যাট ২৬.৫ গ্রাম
         প্রোটিন ৬.৪ গ্রাম

আখরোট:-
   ক্যালোরি ২৭৮ গ্রাম
   ফ্যাট ২৭.৭ গ্রাম
   প্রোটিন ৬.৫ গ্রাম

ম্যাকাড্যামিয়াস:-
     ক্যালোরি ৩০৫ গ্রাম
     ফ্যাট ৩২.৪ গ্রাম
    প্রোটিন ৩.৩ গ্রাম

পেক্যান্স:-
    ক্যালোরি ৩০২ গ্রাম
    ফ্যাট ৩১.৬ গ্রাম
    প্রোটিন ৪.০ গ্রাম

বাদামের গুণাগুণ অনেকেই জানেন না। যারা জানেন না তারা একবার চটজলদি চোখ বুলিয়ে নিন।

 আপনি জানেন কি যৌবন ধরে রাখতে বাদামের অবদান অনস্বীকার্য। বিশেষ করে সারারাত যদি সেই বাদাম জলে ভিজিয়ে রেখে খান তবে তো তার সুফল পাবেনই আপনি।
বাদাম যেভাবে যৌবন ধরে রাখতে সহায়তা করে...

১) এই বাদাম মেদ ঝরিয়ে, শরীরে ফোলাভাব কমায়।
২) হজমশক্তি বাড়িয়ে তোলে ভেজানো বাদাম।
৩) ভেজানো বাদামে ভিটামিন B-17 থাকে যা ক্যান্সার প্রতিরোধেও কাজ করে।
৪) শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ভেজানো বাদাম । তবে রোজ সকালে খালি পেটে খেলেই ভালো।
৫) গর্ভবতী মহিলাদের পক্ষেও নাকি ভালো এই বাদাম।
৬) বাদামে কোলেস্টেরল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


___________
(সংগ্রহীত)

Popular posts from this blog

₪ সিনিয়র আপুর সাথে প্রেম [post no:-22]

হ্যাপি কাপল

₪ ছেলেটি মেয়েটাকে অনেক ভালোবসতো [post no:-18]

বড় বোন থাকার ১৫টি মজার দিক

₪ বুদ্ধিমান মানুষ চেনার উপায় [post no:-16]

মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিলেন

অবহেলা

₪ ছোট বোনের থেকে টাকা ধার [post no:-27]

একটি মেয়ের গল্প

রিয়্যাক্টর কিং