ডিপ্রেশন

                                    ডিপ্রেশন


তোমরা যারা ডিপ্রেশনে মরে যাও, তারা আসলে জানোই না ডিপ্রেশন ব্যপারটা আসলে কি! ডিপ্রেশন শব্দটা বলতে এবং শুনতে একটু স্টান্ডার্ড লাগে তাই বলো।

তোমরা যারা আজকাল ইনসোমনিয়াতে ভুগতেছো, তারা আসলে না বুঝেই ভুগতেছো। রাত ৪ টা পর্যন্ত জেগে থাকা আর ইনসোমনিয়া যে এক জিনিস না, এটা বুঝতে পারো না।

এই বয়সটাই এমন। মাঝে মাঝে কিচ্ছু ভালো লাগবেনা। কাউরে সহ্য হবেনা। ছোটখাটো অপ্রাপ্তিতে মরে যেতে ইচ্ছে হবে। নিজেকে অপ্রয়োজনীয় মনে হবে। নিজের কাছে নিজের কোন গুরুত্ব থাকবে না। কেউ বিশ্বাস ভাংলে মনে হবে, "আমার সাথেই কেন এমন হয়"? মাঝে মাঝে মন খারাপ হবে এই ভেবে যে, "আমাকে কেউ ভালোবাসে না, আমার আপন বলতে কেউ নাই, আমি একা, ব্লা ব্লা ব্লা"!

যখন আরেকটু বড় হইবা, তখন এইসব চিন্তা ভাবনা গুলো আর থাকবে না।
একদিন আজকের কথাগুলো মনে হবে, একদিন ম্যাচিউরিটি বাড়বে, একদিন তুমি পুরাতন স্মৃতি মনে করে নিজে নিজে হাসবা, একটা সময় যার জন্য মরে যেতে চাইছো, তার কথা মনে করে বলবা "কি বোকাটাই না ছিলাম"!
মানুষ একটা সময় বদলায়! দুখঃ কষ্টের কারন বদলায়! জীবনের ডেফিনেশন বদলায়! বেঁচে থাকার মানে বদলায়!
.
সব জায়গায় ঠকে গিয়ে তুমি একদিন স্ট্রং হয়ে যাইবা। কোনকিছুই তোমারে কষ্ট দিতে পারবেনা।
এইসব আবেগ থেকে একদিন বের হয়ে আসবা। সবাই বের হয়ে আসে, তুমিও তাদের বাইরে না।
যে গান শুনে এখন তোমার বুকটা ফাকা ফাকা লাগে, একটা সময় এইসব গান শোনারও আর সময় থাকবেনা।
.
মানুষ অন্যকে ভালোবেসে একবার ঠকে গেলে নিজেকে ভালোবাসতে শিখে যায়। একবার নিজেরে ভালোবাসতে শিখে গেলে, বেঁচে থাকার কয়েক কোটি কারন চোখের সামনে এসে দাঁড়ায় যাবে। এই যে আজকে হতাশায় ভুগতেছো, কাল এইসব হতাশা আর থাকবে না। যত দ্রুত বড় হতে পারবা, ততো দ্রুত ভালো থাকতে শিখবা। 

এই পৃথিবীতে নিজের চেয়ে ব্যক্তিগত আর কিছু নেই।
নিজের জন্য ঘুরে দাঁড়াতে হয়! নিজের জন্যই বাঁচতে হয়!
একদিন ভীষন ভাবে টের পাবা, পৃথিবীতে তোমার চেয়ে বেশি তোমাকে আর কেউ ভালোবাসে না। ডিপ্রেশন বলে আসলে কিছু নাই। জীবনটাকে অসহ্যলাগার বয়সটা তোমাকে ডিপ্রেশন নামক একটা গর্তে ফেলতে চায়।
.
নিজেকে ভালোবাসো, দেখবা কোন ডিপ্রেশনই তোমার মন খারাপের কারন হবেনা।জীবনটাকে সহজ ভাবলে সহজ হয়, কঠিন ভাবলে কঠিন।নিজেকে ভালোবাসতে চেষ্টা করো, তাহলেই বেঁচে থাকার সুন্দর ডেফিনেশন মস্তিষ্কে ধরা দিবে।
ম্যাচিউরিটি ক্যান মেক ইউ হ্যাপি।

_________
(সংগ্রহীত)
₪ [ post no: 2 ]

Popular posts from this blog

₪ সিনিয়র আপুর সাথে প্রেম [post no:-22]

হ্যাপি কাপল

₪ ছেলেটি মেয়েটাকে অনেক ভালোবসতো [post no:-18]

বড় বোন থাকার ১৫টি মজার দিক

₪ বুদ্ধিমান মানুষ চেনার উপায় [post no:-16]

মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিলেন

অবহেলা

₪ ছোট বোনের থেকে টাকা ধার [post no:-27]

এক চালাক ব্যক্তি [ post no: 11 ]